মেধা থাকলেই কি ভাল কাজ করা যায়
মেধা থাকলেই কি ভাল কাজ করা যায় কিংবা সকল মেধাবী মানুষই কি ভাল কাজ করে ?
উত্তর: না ।
কথা হলো , ভাল কাজ বলতে আমরা কি বুঝি?
প্রথমত: কাজটি করার উদ্দেশ্যে সততা আছে কি না?
তৃতীয়ত: প্রত্যাশিত ফলাফল "সর্বজনীন কিনা কিংবা অধিকাংশের জন্য সুখকর কি না ?"
এজন্যই, ভাল কাজ করতে হলে মেধা কাজে লাগানোর সময় বিবেক কে সাথে যোগ করতে হয়।
বিবেক জাগ্রত না রাখলে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য থাকে না ।
(ব্যক্তিগত অভিমত)


Comments
Post a Comment