সুখ ও শান্তিতে জীবন কাটাতে চাই

 আমরা নিজেদের কে ভালবাসি ,অতএব আমরা দেশকে ও ভালবাসি; কেননা দেশ ভাল থাকলেই আমরা ভালো থাকবো।




আমরা সুখ শান্তিতে বসবাস করতে চাই;
সুখ ও শান্তিতে জীবন কাটাতে চাই।
সুখময় , শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই এক সময় আভিজাত্য আসবে - দেশের স্বার্থ কে সমুন্নত রাখার প্রয়োজনে অহংকার ত্যাগ করে "আমার" এই শব্দ না বলে "আমাদের" শব্দটিকে প্রাধান্য দিতে হবে।



স্বাধীনতা র প্রয়োজনে রবীন্দ্রনাথ রায় গেয়েছিলেন ,,,,
ছোটদের বড়দের সকলের…।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
সব মানুষের, সব মানুষের।
সব মানুষের,
সব মানুষের।

Comments

Popular Posts